• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর গুপ্তধনের সন্ধান


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০১৭, ০১:৩৪ পিএম
বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর গুপ্তধনের সন্ধান

ঢাকা: ভারতীয় ভূবিজ্ঞানীদের প্রচেষ্টায় বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের নিচে ফসফেট, হাইড্রোকার্বন, লবণ ও সৌন্ধব লবণ মিশ্রিত খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে অনুসন্ধান চালাচ্ছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। অনুসন্ধান চালানো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ম্যাঙ্গালোর, চেন্নাই, মান্নার উপকূলে। তিনটি জাহাজে করে এই পরীক্ষা চালানো হচ্ছে।

এর আগে এই ধরনের নানা পরিকল্পনা নেয়া হলেও এ দফায় পরিকল্পনা নেয়া হয় ২০১১ সাল নাগাদ। সমুদ্রের তলায় ঢোকানো হয় ক্যামেরা। এতে বহু বিরল ধাতু ও খনিজ পদার্থের খোঁজ মিলেছে।

তবে সঞ্চিত গুপ্তধন আদৌ কতটা তুলে আনা যাবে, পরিবেশগত কোনো বাধা আসবে কি না তা নিয়ে প্রশ্ন থাকলেও, খনিজ উত্তোলনের জন্য প্রস্তুতি শুরু করা হয়েছে। ২০১৯ সালে বিশেষ ধরনের ক্যামেরা, ডিপ-সি ভেসেল নিয়ে অভিযান চালাতে পরিকল্পনা করা হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!