• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বছর শেষেও শীর্ষে নেইমার


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৮, ২০১৭, ০৩:৫৭ পিএম
বছর শেষেও শীর্ষে নেইমার

ফাইল ছবি

ঢাকা: নতুন বছরের সূর্যোদয়ের অপেক্ষায় আর মাত্র কয়েকটা সূর্যাস্ত। নানান ঘটনায় বিদায় নিচ্ছে ২০১৭। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এ বছর নানা কারণে আলোচিত ব্রাজিলিয়ান সুপার ষ্টার নেইমার। তারমধ্যে রেকর্ড পরিমাণ অর্থে দলবদল, বার্সেলোনার নোটিশ এবং নতুন দল পিএসজিতে সতীর্থদের সঙ্গে দ্বন্দ্ব অন্যতম। তবুও বছর শেষে শীর্ষে বিশ্বের খ্যাতিমান এই ফরোয়ার্ড।

চলতি বছরের আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে বার্সেলোনা ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন নেইমার। এই ব্রাজিলিয়ানের ছোঁয়ায় বদলে যায় ফরাসি ক্লাবটি। তবে সতীর্থ এডিসন কাভানির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। আপাতত সেটি মিটলেও সেখানে ভাল নেই নেইমার। গুঞ্জন রয়েছে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তিনি।

এ বছর দলবদলে যারা সারা ফেলেছেন তাদের মধ্যে শীর্ষে নেইমার। সর্বশেষ বুধবার (২৮ ডিসেম্বর) সাউদাম্পটনের ডিফেন্ডার ভারজিল ফন ডিকেকে রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ডের (১০০ মিলিয়ন মার্কিন ডলার, ৮৪ মিলিয়ন ইউরো) বিনিময়ে দলে ভিড়িয়েছে লিভারপুল।

একজন ডিফেন্ডার হিসেবে এটা একটি বিশ্ব রেকর্ড। আর এর মাধ্যমে তারকা এই ডাচম্যান বিশ্বের সবচেয়ে মূল্যবান ট্রান্সফারের তালিকায় শীর্ষ ১০’এ জায়গা করে নিয়েছেন।

বিশ্বের শীর্ষ ১০ ট্রান্সফার:
১. নেইমার, বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)জ৮, ২০১৭, ২০৬.৬ মিলিয়ন পাউন্ড
২. ওসমানে ডেম্বেলে, বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনা, ২০১৭, ৯৬.৯ মিলিয়ন পাউন্ড
৩. পল পগবা, জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড,২০১৬, ৮৯ মিলিয়ন পাউন্ড
৪. গ্যারেথ বেল, টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদ, ২০১৩, ৮৫.৩ মিলিয়ন পাউন্ড
৫. ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ম্যান ইউ থেকে রিয়াল মাদ্রিদ, ২০০৯, ৮০ মিলিয়ন পাউন্ড
৬. গঞ্জালো হিগুয়েইন, নাপোলি থেকে জুভেন্টাস, ২০১৬, ৭৫.৩ মিলিয়ান পাউন্ড
৭. রোমেলু লুকাকু, এভারটন থেকে ম্যান ইউ, ২০১৭, ৭৫ মিলিয়ন পাউন্ড
৮. ভারজিল ফন ডিক, সাউদাম্পটন থেকে লিভারপুল, ২০১৮, ৭৫ মিলিয়ন পাউন্ড
৯. লুইস সুয়ারেজ, লিভারপুল থেকে বার্সেলোনা, ২০১৪, ৬৫ মিলিয়ান পাউন্ড
১০. হামেস রদ্রিগেজ, মোনাকো থেকে রিয়াল মাদ্রিদ, ২০১৪, ৬৩ মিলিয়ন পাউন্ড

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!