• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বদলে যাচ্ছে খালেদার আদালত


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০১৭, ০৫:২৬ পিএম
বদলে যাচ্ছে খালেদার আদালত

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৪ মে) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কোন আদালতে বিচারকার্য অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানাননি।

খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদিন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

খালেদা জিয়া মামলাটির আদালত পরিবর্তনের জন্য একটি আবেদন করেন। ওই আবেদনে বলা হয়- মামলার বিচারক ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা এক সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন শাখার পরিচালক ছিলেন। ওই সময় তিনি মামলার বিভিন্ন বিষয়ে দেখভাল করেছেন। তার এ মামলায় বিচার করা ন্যায়বিচার পরিপন্থী হবে। তাই ন্যায়বিচারের স্বার্থে মামলাটির পরবর্তী পদক্ষেপ গ্রহণে হাইকোর্টে পাঠানোর আবেদন করেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!