• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বধূ নির্যাতনের মামলায় যুবরাজের পরিবারকে নোটিশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০১৭, ০৬:৫৬ পিএম
বধূ নির্যাতনের মামলায় যুবরাজের পরিবারকে নোটিশ

ঢাকা: বধূ নির্যাতনের মামলায় ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের পরিবারকে নোটিশ পাঠিয়েছেন আদালত। যুবরাজসহ পরিবারের আরো দুই সদস্যের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছেন যুবরাজের ভাবি আকাঙ্খা সিং। এই অভিযোগের ভিত্তিতে যুবরাজ ছাড়াও তাঁর মা শবনম সিং ও যুবরাজের ভাই জোরাভার সিংকে চিঠি পাঠিয়েছেন আদালত৷ চলতি মাসের ২১ তারিখের মধ্যে আলাদতের নোটিশের জবাব দিতে হবে যুবরাজের পরিবারকে।

এদিকে, যুবরাজের পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগকারি আকাঙ্খা সংবাদ মাধ্যমকে এড়িয়ে চললেও তাঁর আইনজীবী স্বাতী জানিয়েছেন, ‘যুবরাজ, জোরভার ও শবনম তিনজনের বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।’

পুত্রবধূ আকাঙ্খার পক্ষের আইনজীবী আরো জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মানসিক চাপ তৈরি করছিল যুবরাজের পরিবার। সেক্ষেত্রে সবকিছু জানলেও প্রতিবাদ করেননি যুবরাজ। তাই যুবরাজের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে যুবরাজের মা শবনম পুত্রবধূ আকাঙ্খার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। তবে কি কারণে তিনি অভিযোগ করেছিলেন সেটা জানা যায়নি। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে জায়গা হারিয়ে ফেরার লড়াইয়ে আছেন যুবরাজ। ঠিক এই সময়ে এরকম ঘটনা নিশ্চিতভাবেই তাঁর মনোসংযোগে চিড় ধরাবে। এখন দেখাই যাক, এই পরিস্থিতি কিভাবে সামাল দেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!