• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধই হয়ে যাচ্ছে বিক্রমের ধারাবাহিক ‘ইচ্ছেনদী’


বিনোদন ডেস্ক মে ১২, ২০১৭, ০১:১৫ পিএম
বন্ধই হয়ে যাচ্ছে বিক্রমের ধারাবাহিক ‘ইচ্ছেনদী’

ঢাকা : এ বার বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছেনদী’। ধারাবাহিকটির নায়ক বিক্রম চট্টোপাধ্যায় গাড়ি দুর্ঘটনা মামলায় জড়িয়ে পড়ার কারণেই এ সিদ্ধান্ত বলে অনেকের ধারণা। বিক্রমকে এখন প্রায় দিনই পুলিশের জেরার সম্মুখীন হতে হচ্ছে। যদিও তা মানতে রাজি নন ধারাবাহিকটির লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।

লীনার দাবি, বিক্রম-সোনিকার গাড়ি দুর্ঘটনার সঙ্গে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আসলে গল্পই শেষ। তাই বছর খানেক আগে থেকেই ধারাবাহিকটি শেষ করার প্রক্রিয়া চলছিল। ‘ইচ্ছেনদী’র জায়গায় আসছে ‘কুন্দ ফুলের মালা’ নামে নতুন ধারাবাহিক। কাজও শুরু হয়ে গেছে এরই মধ্যে। 

তিনি এও বলেন, ধারাবাহিকের গল্প যদি বাকি থাকত, তা হলে প্রধান চরিত্রকে বাদ দিয়ে হলেও ধারাবাহিকটি চলত। যেমন ‘ইষ্টিকুটুম’ সাত মাস চলেছিল প্রধান চরিত্র বাহাকে ছাড়াই। 

লীনা অবশ্য বিক্রম প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেছেন, ‘এটা বিচারাধীন বিষয়। তাই এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!