• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্ধু ওয়ার্নারকে ধন্যবাদ দিলেন মোস্তাফিজ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০১৭, ০৪:৫৪ পিএম
বন্ধু ওয়ার্নারকে ধন্যবাদ দিলেন মোস্তাফিজ

ঢাকা: মোস্তাফিজুর রহমানকে তিনি খুব ভালো বুঝতে পেরেছিলেন। তাঁকে দারুনভাবে ব্যবহার করেছিলেন। যার ফলও পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। তখন থেকেই ওয়ার্নার-মোস্তাফিজের মাঝে দারুন সুসম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক তাদের মাঝে এখনও বিদ্যমান।

এবার দুজন মুখোমুখি হলেন নিজ নিজ দেশের হয়ে। মিরপুর টেস্টে স্বরুপে দেখা যায়নি দ্য ফিজকে। কিন্তু চট্টগ্রামে নিজের জাত চিনিয়েছেন তিনি। দুবারই মোস্তাফিজ ফিরিয়েছেন তাঁর হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নারকে। অথচ এই সিরিজে সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন কঠিন কণ্ডিশনে।

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওয়র্নার,‘ ও অসাধারণ এক বোলার। বাংলাদেশের উচিৎ ওর প্রতি খেয়াল রাখা। এমন যদি হয় সামনে অনেক টেস্ট ও ওয়ানডে ক্রিকেট আছে, তাহলে অবশ্যই এটা ঠিক করে নিতে হবে যে ওয়ানডে, টেস্ট না টি-টোয়েন্টি কোনটাকে প্রাধান্য দিতে হবে। এটা নিয়ে ওর সঙ্গে কথা বলতে হবে। ও ভিন্নধর্মী এক বোলার। তিন ধরণের ক্রিকেটেই খেলবে না যেকোনও দুই ধরনের...এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’

চট্টগ্রাম টেস্টের মধ্যেই ২২ তম জন্মদিন পার করেছেন মোস্তাফিজ। ওয়ার্নারের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছাও পেয়েছেন। বৃহস্পতিবার ম্যাচ শেষে দুজনের মধ্যে কথাও হয়েছে। ওয়ার্নার বিদায় নেওয়ার আগে মোস্তাফিজ নিজের ফেসবুক পেজে তাকে ধন্যবাদ জানিয়েছেন। দুজনের ছবি পোস্ট করে ফিজ সেখানে লিখেছেন,‘ আমার এই সুন্দর বাংলাদেশে আসার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। তোমার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!