• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্ধু হিউজের নম্বর এখনও আছে ক্লার্কের মোবাইলে


ক্রীড়া ডেস্ক মার্চ ১৫, ২০১৭, ০৯:৪৯ এএম
বন্ধু হিউজের নম্বর এখনও আছে ক্লার্কের মোবাইলে

ঢাকা: ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ছেড়েছেন ফিলিপ হিউজ। এরইমাঝে দু’বছর পার হয়েছে তার মৃত্যু। কিন্তু বন্ধুবিয়োগ এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। হিউজের অকাল মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। মঙ্গলবার নিজের আত্মজীবনী ‘মাই স্টোরি’-এর মোড়ক উন্মোচন করতে এসে ক্লার্ক জানিয়েছেন, প্রিয় বন্ধুটির নম্বর এখনও তার মোবাইলে সেভ করা রয়েছে।

হিউজের মৃত্যু সহজভাবে মেনে নিতে পারেননি ক্লার্ক। এখনও তার কথা মনে হলে কাঁদেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক। হিউজকে স্মরণ করতে গিয়ে এদিনও চোখের পানি ধরে রাখতে পারলেন ক্লার্ক। বললেন,‘ ও যে আমাদের মাঝে নেই এটা মেনে নিতে আমার দীর্ঘ সময় লেগেছে। আমার মোবাইলে এখনও তার নম্বর সেভ করা আছে। ও নেই এটা মেনে নেওয়া আমার জন্য কষ্টকর।’

২০১৪ সালের ২৫ নভেম্বর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে ৬৩ রানে ব্যাট করছিলেন হিউজ। কিন্তু শন অ্যাবটের একটি বাউন্সার ঠিকঠাক সামলাতে পারেননি। বলটি এসে লাগে তার ঘাড়ের পেছনে। মাটিতে লুটিয়ে পড়লে হিউজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রপচার করেও তাকে বাঁচানো যায়নি।

হিউজের এই প্রস্থান নাড়িয়ে দিয়ে যায় গোটা ক্রিকেট বিশ্বকে। ক্লার্ক জানিয়েছেন, তার আত্মজীবনী লেখার পেছনে বড় ভুমিকা রেখেছে হিউজ। তিনি বলেন,‘ এটাই আমার বই লেখার পেছনে অন্যতম কারণ। সেই দুঃসময়টা পার করতে গিয়ে আমি লেখালেখিতে সময় দিয়েছিলাম। আমি তার পরিবার এবং পুরো পৃথিবীকে জানাতে চেয়েছিলাম আমি কী  অনুভব করছি।’

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!