• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন্য হাতির আক্রমণে রাবার শ্রমিক নিহত


বান্দরবান প্রতিনিধি মে ২৮, ২০১৭, ০৬:০৬ পিএম
বন্য হাতির আক্রমণে রাবার শ্রমিক নিহত

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ ছোবহান (৫০) নামে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৮ মে) ভোরে উপজেলার বাইশারি ছোট ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।  

ছোবহান ওই এলাকার মোতাহের বিল্লা চৌধুরীর (সবুজ মিয়া) রাবার বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩ সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে নিজ বসতবাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতেই হাতির আক্রমণের শিকার হন ছোবহান।  

নিহতের স্ত্রী পারভীন আকতার জানান, ছোবহানকে (স্বামী) ধরে বন্য হাতির দল শুঁড় দিয়ে আছড়াতে শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হাতির দল পালিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!