• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যপ্রাণী পাচার হচ্ছে ১০ দেশে


বিশেষ প্রতিনিধি মে ২৬, ২০১৮, ০৩:৫১ পিএম
বন্যপ্রাণী পাচার হচ্ছে ১০ দেশে

ঢাকা: বাংলাদেশ হয়ে চীন-সৌদি আরবসহ অন্তত ১০টি দেশে তিন চক্র পাচার করছে বন্যপ্রাণী। বনবিভাগ জানিয়েছে, দেশ বিদেশের তিনটি চক্র অবৈধভাবে বাঘ, কচ্ছপ ও তক্ষক কেনাবেচা করছে।

এই অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তালিকা দিচ্ছে প্রশাসন। আর প্রাণী পাচার বন্ধে সার্কভুক্ত দেশের নিয়ে গড়ে ওঠা ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নামের সংস্থাটি নিষ্ক্রিয় থাকায় পাচারের ঘটনা বেশী ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রতিদিনই চোরা শিকারীদের ফাঁদে ধরা পড়ছে পাখি, বাঘ, কচ্ছপসহ নানা প্রাণী। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে খাবার, ওষুধ, অলংকার তৈরি হওয়ায় বিশ্ব বাজারে চাহিদাও অনেক।

ঠিকানা অনুযায়ী এশিয়ার বিভিন্ন দেশে প্রাণী পৌঁছে দিতে পাচারকারীরা ব্যবহার করছে শাহজালাল বিমানবন্দর ও বেনাপোল স্থলবন্দর।

সম্প্রতি ইন্টারপোলকে বন বিভাগ জানিয়েছে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে প্রাণী পাচার হচ্ছে চীনে। আর সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশেও প্রাণী পাচার হচ্ছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক বললেন, বন্দরগুলোতে বন বিভাগের প্রতিনিধি না থাকায় ভুয়া কাগজ দিয়ে সহজেই প্রাণী পাচার হচ্ছে।

এ বছর আটটি জেব্রা, ৪টি সিংহ শাবক এবং লাম চিতাবাঘ উদ্ধার হয়েছে। সাত বছরে ধরা পড়েছে ৪০ হাজার চারশ বন্যপ্রাণী।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!