• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুটি কন্ট্রোল রুম চালু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০৯:২৮ পিএম
বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুটি কন্ট্রোল রুম চালু

ঢাকা: দেশের নদ-নদীর পানি অব্যাহত বৃদ্ধি-হ্রাসের কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পৃথক দুটি কন্ট্রোল রুম খুলেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বাপাউবো'র মহাপরিচালকের পরামর্শক্রমে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রসেসিং এন্ড ফ্লাড ফোরকাস্টিং সার্কেল বাপাউবো ঢাকার  নির্দেশনা মোতাবেক সারাদেশে বিভিন্ন স্থানে নদী ভাঙনের তথ্য উপাত্ত সংগ্রহ, পর্যবেক্ষণ ও পরিবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো মতিঝিল ঢাকার ওয়াপদা ভবনের ৯ম তলায় একটি জরুরি ‘কন্ট্রোল রুম’ খোলা হল।
এর সার্বিক দায়িত্বে থাকবেন নির্বাহী প্রকৌশলী মো.আরিফুজ্জামান ভূঁইয়া।

একই সঙ্গে বাপাউবোর মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলীকে ভাঙনের প্রকৃতি, পরিমাণ ও ভয়াবহতার বিষয়ে এই কন্ট্রোল রুমে জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

জরুরি পরিস্থিতিতে, ৯৫৭৬৭৭৫, ০১৭৪৮৩৯৭৬৯৩, ৯৫৫৩১১৮, ৯৫৫০৭৫৫ ও ০১৭১৫০৪০১৪৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!