• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যা পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছে সরকার


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০১৭, ০৯:৫৫ এএম
বন্যা পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছে সরকার

ঢাকা: দেশের আগাম বন্যা পরিস্থিতি সামাল দিতে সরকার এখনই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদের দশম অধিবেশনের বাজেট আলোচনার ওপর সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাতে কাজ করছে সরকার।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্য আমদানী করে মজুদ করছি যাতে আমাদের কোন এলাকার মানুষ কষ্ট না পায়। যেখানে যেখানে বন্যা হচ্ছে সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে টিম তোইরি করে পাঠানো হয়েছে। প্রতিটি এলাকায় ত্রান দেওয়ার ব্যবস্থা রয়েছে। ত্রাণ মন্ত্রী সকল এলাকা ঘুরে ব্যবস্থা করছেন।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!