• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন্যার কারণে ফাযিল পরীক্ষা স্থগিত


ইবি প্রতিনিধি আগস্ট ১৫, ২০১৭, ০১:২৩ পিএম
বন্যার কারণে ফাযিল পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

ইবি: উত্তরাঞ্চলসহ সারা দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে বুধবারের (১৬ আগস্ট) ফাযিল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য এ পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু। 

ইবি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানান, বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ২য় বর্ষ-২০১৬ এর উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরীয়াহ প্রথম পত্র  (কোড-২০১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারনে এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার নতুন কোন তারিখ ঘোষণা করা হয়নি। তবে বুধবারের পরবর্তী পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ফাযিল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইড (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!