• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যার কারণে হচ্ছে না বিপিএলের উদ্বোধনী


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২৩, ২০১৭, ১২:০২ পিএম
বন্যার কারণে হচ্ছে না বিপিএলের উদ্বোধনী

ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে নভেম্বরে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ৫ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এবং বিসিবি পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া জানান মঙ্গলবার বিকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ৩১ অক্টোবর এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে দেশে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনা করে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তরাঞ্চল। সবাই ক্ষতিগ্রস্তদের সাহায্যে সামর্থ অনুযায়ী হাত বাড়িয়ে দিচ্ছেন। বিসিবির পক্ষ থেকেও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে আগামী ২৫ আগস্ট সিরাজগঞ্জ যাবে বিসিবির একটি দল।

এদিকে এবারের আসরে বরিশাল বুলসের ফেরার সম্ভাবনা নেই বলে জানা গেছে। আগামী ২ নভেম্বর টুর্নামেন্টের পঞ্চম আসর মাঠে গড়াবে। সিলেটে পর্দা উঠবে এবারের আসরের।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!