• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যার পানি এখন শহরে প্রবেশ করছে


দিনাজপুর প্রতিনিধি আগস্ট ১৫, ২০১৭, ০৪:০৬ পিএম
বন্যার পানি এখন শহরে প্রবেশ করছে

ফাইল ছবি

দিনাজপুর: জেলার ফুলবাড়ীতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে, গ্রামের রাস্তা-ঘাট ভেদ করে এখন শহরে প্রবেশ করেছে।

প্লাবিত হয়েছে পৌর শহরসহ উপজেলার অধিকাংশ জায়গা। বন্যার পানি বসত-বাড়ী আমন ক্ষেতসহ গ্রামের রাস্তা-ঘাট ভাসিয়েদোকান-পাট ও বাড়ি ঘরে ঢুকে পড়ছে।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ফুলবাড়ীসহ আশ-পাশের উপজেলাগুলোতে টানা বর্ষণ ও উজানের ঢলে ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘর বন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে মিবনগর ইউপির রাজারামপুর, রামভদ্রপুর জাফরপুর, আলাদিপুর ইউপির রাঙ্গামাটি, রঘুনাথপুর, মেলাবাড়ী, থয়েরবাড়ী ইউপির মহদিপুর, লালপুর, খয়েরবাড়ী, মোক্তারপুরসহ, বেতদিঘী, কাজিহাল, এলুয়াড়ী, দৌলতপুর, সাতটি ইউনিয়নের প্রায় ৩০টি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এখন আরো নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। মানুষ ঘরবাড়ী ছেড়ে আশ্রায় নিচ্ছে পার্শবতী শিক্ষা প্রতিষ্ঠানে। আশ্রয় নেয়া বানভাসী মানুষদেরকে উপজেলা প্রসাশনের উদ্যোগে দেয়া হচ্ছে সুকনা খাবার। এ ছাড়া ফুলবাড়ী ২৯ বিজিবি’র পক্ষ থেকেও ত্রান সহায়তা দেয়া হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!