• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যার পানি কমেছে ৫১, বেড়েছে ৩৬ পয়েন্টে


নিউজ ডেস্ক আগস্ট ১৯, ২০১৭, ০৩:৩২ পিএম
বন্যার পানি কমেছে ৫১, বেড়েছে ৩৬ পয়েন্টে

ঢাকা: দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫১টি পয়েন্টের পানি হ্রাস এবং ৩৬টিতে বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৯ আগষ্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের বিভিন্ন নদ-নদীর ২৮টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিনটি অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা নদীসমুহের পানি সমতলে হ্রাস পাচ্ছে এবং অপরদিকে পদ্মা-গঙ্গা ও কুশিয়ারা নদীসমুহের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা সমতলে পানি প্রবাহ হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতলে বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এদিকে পদ্মা নদীর পানি সমতলে আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল হয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি সমতলে হ্রাস অব্যাহত থাকতে পারে। আপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতলে স্থিতিশীল হয়ে যেতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজিপুর যমুনা নদীর ১১৬ সেন্টিমিটার, সিরাজগঞ্জ যমুনা নদীর পানি ১১৮ সেন্টিমিটার, বাঘাবাড়ি আত্রাই নদীর পানি ১০৮ সেন্টিমিটার, এলাসিন ধলেশ্বর নদীর পানি ১০৭ সেন্টিমিটার এবং গোয়ালন্দে পদ্মা নদীর পানি ১০৬ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর : বাসস


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!