• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের পাশে দাঁড়তে ব্যাংকগুলোকে নির্দেশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০১৭, ০৭:৪৪ পিএম
বন্যার্তদের পাশে দাঁড়তে ব্যাংকগুলোকে নির্দেশ

ঢাকা: সারা দেশের কয়েক জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও অন্যান্য সহায়তা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার(১২ জুলাই) জারি করা এক আদেশে বাংলাদেশ ব্যাংক বলছে, সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারা দেশে বন্যাদুর্গতদের প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা দিতে হবে দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে।

টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারা দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণসামগ্রী (খাদ্য, বস্ত্র, জরুরি ওষুধসহ অন্যান্য সামগ্রী) সহায়তা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়।

সার্কুলারটি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!