• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যায় ত্রাণ কার্যক্রমে নজর রাখবে দুদক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০১৭, ০৬:২৭ পিএম
বন্যায় ত্রাণ কার্যক্রমে নজর রাখবে দুদক

ঢাকা: সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে অনিয়ম ঠেকাতে নজরদারি করবে দুর্নীতি দমন কমিশন(দুদক)। কমিশনের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার(২০ আগস্ট) এ সিদ্ধান্ত নিয়ে সারা দেশের দুদক কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে। কমিশনের তদন্ত অনুবিভাগের মহাপরিচালক মো. জাফর ইকবাল সকল জেলায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তৃণমূল পর্যায়ে দেয়া চিঠিতে বলা হয়েছে, দেশের বন্যার্ত মানুষের জন্য সরকার কর্তৃক গৃহীত সকল প্রকার ত্রাণ কার্যক্রমে কঠোর নজরদারি করতে হবে। যাতে করে ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম না হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোপূর্বে দরিদ্রদের জন্য ১০ টাকার চাল বিতরণে কঠোর হয়েছিল দুদক। তেমনি বন্যার্তদের সহযোগিতা করার বেলায়ও একই ব্যবস্থা গ্রহণ করা হবে। ত্রাণ বিতরণে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি সহ্য করবে না দুদক- এই মর্মে সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

দুর্নীতি বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কমিশনের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক(তদন্ত) কে জানানোর জন্য দেশবাসকে বলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!