• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন


বরগুনা প্রতিনিধি আগস্ট ৬, ২০১৭, ০৭:৫২ পিএম
বরগুনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন

বরগুনা: ‘রক্ত দিন জীবন বাঁচান, রক্তের সন্ধানে প্রতিদিন’ এ শ্লোগানকে সামনে রেখে বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে বরগুনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ আগষ্ট) সকাল ১০ টায় বরগুনা সরকারি কলেজ অডিটরিয়ামে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান এ ক্যাম্পের উদ্বোধন করেন।

দীপ্ত টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি শাহ্ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বরগুনা সরকারী কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যক্ষ আ. ছালাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. দিদারুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সায়মা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পরিবেশ সুরক্ষা কমিটি বরগুনা জেলা শাখার সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ প্রমুখ।

ব্লাড গ্রুপিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আমিন রুহুল এবং সার্বিক সহযোগিতায় ছিলো বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।

এসময় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপিং টেষ্ট করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!