• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরগুনায় ৮২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ


বরগুনা প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০১৭, ০১:৫৯ পিএম
বরগুনায় ৮২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

বরগুনা: জেলায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আত্মসমর্পণ, পুনর্বাসন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএমএর সভাপতিত্বে বরগুনা পুলিশ লাইন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বরগুনার জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান।

এর আগে সকালে প্রধান অতিথি ডিআইজি ও পুলিশ সুপারের নেতৃত্বে এক সাইকেল র‍্যালী জেলা শিল্পকলা একাডেমী থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন অডিটোরিয়ামে শেষ হয়।

সভার শুরুতে পুলিশ সুপারের শুভেচ্ছা বক্তব্য শেষে ৮২জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের শপথ বাক্য পাঠ করান ডিআইজি।

সভায় বক্তব্য দেন- সাংবাদিক আব্দুল আলীম হিমু, হোসনেয়ারা চম্পা, রইসুল আলম রিপন, সুখরঞ্জন শীল, সঞ্জীব দাস, গোলাম মোস্তফা কিসলু, সাহাবুদ্দিন সাবু প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!