• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরাদ্দ কমেছে স্বাস্থ্যখাতে


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০৩:৪১ পিএম
বরাদ্দ কমেছে স্বাস্থ্যখাতে

ঢাকা : মানুষের অন্যতম প্রধান মৌলিক চাহিদা স্বাস্থ্যখাতে আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বরাদ্দ কমানো হয়েছে। সার্বিক উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে এ খাতে মোট ১৬ হাজার ১৮২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১৭ হাজার ৪৮৭ কোটি টাকা। সেই হিসাবে আগামী অর্থবছরে ১ হাজার ৩০৫ কোটি টাকা ব্যয় কমানো হয়েছে। তবে সংশোধিত বরাদ্দের পরিমাণ ছিল ১৪ হাজার ৮২৯ কোটি টাকা।

সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ১৩ হাজার ৩৩৯টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। ৫৩টি উপজেলায় চালু করা হয়েছে গরীব দুস্থ ও জটিল গর্ভবর্তী নারীদের মাতৃস্বাস্থ্য ভাউচার কর্মসূচি। এছাড়া জরুরি প্রসূতি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে ১৩২টি উপজেলায়। সব জেলা ও ৪১৮টি উপজেলা মোবাইল ফোন স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং ৪৩টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। স্বাস্থ্য বাতায়ন নামে একটি সার্বক্ষণিক কল সেন্টার চালু করা হয়েছে।

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!