• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা ৫ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক, বরিশাল ডিসেম্বর ৫, ২০১৭, ০৩:১৮ পিএম
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা ৫ জানুয়ারি

বরিশাল: বহুল প্রত্যাশিত বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রোববার থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

প্রথমবারের মত শুরু হওয়া দুটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ১২০জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এ তথ্য কলেজ সুত্রের।

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্প পরিচালক মো. আক্কাস আলী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর বরিশালে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

গত ৩ ডিসেম্বর রোববার থেকে দুটি বিষয়ে অনলাইনে (admission.ejs.du.ac.bd) ভর্তি কার্যক্রম চলছে। যা ২৩ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এ দুটো বিষয় হচ্ছে যথাক্রমে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দুটি বিষয়ে ৬০ জন করে মোট ১২০জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

আগামী ৫ জানুয়ারী সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলেজের প্রকল্প পরিচালক মো. আক্কাস আলী বলেন, পরীক্ষার সম্ভাব্য কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, বরিশাল সদর উপজেলার চানপুরা ইউনিয়নের দুর্গাপুরে ৮ একর জমির উপর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি’র আওতায় দেশের ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজও অন্তর্ভূক্ত।

গত মাসে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করার অনুমোদন দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!