• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


বরিশাল ব্যুরো ডিসেম্বর ১৪, ২০১৭, ০৭:৩৬ পিএম
বরিশালে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ফাইল ছবি

বরিশাল : সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের আগুনে ৪টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে চরকাউয়া খেয়াঘাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ভোরে হঠাৎ করেই বাজারের তালুকদার বাড়ির সামনের ওই দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে হারুনের মুদি দোকান, সেলিম হাওলাদারের চায়ের দোকান পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় হুমায়ুনের ও আলমগীরের দুটি মেকানিক্যাল গ্যারেজ।

ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ২টি দোকানঘর পুরোপুরি ভস্মিভূত হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!