• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে মাদারীপুর মুক্ত দিবস পালিত


মাদারীপুর প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৬, ০১:৪৫ পিএম
বর্ণাঢ্য আয়োজনে মাদারীপুর মুক্ত দিবস পালিত

মাদারীপুরে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের কলেজ গেটে কনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চুর সমাধিতে পুষ্পঅর্পণ করেন তার সহকর্মী মুক্তিযোদ্ধারা। এ সময় নৌপরবিহনমন্ত্রী শাজাহান খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন। এরপর সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে শকুনী লেকেরপাড়ে গিয়ে শেষ হয়। মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে দিনব্যাপী শহীদের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ এপ্রিল পাকবাহিনী এ. আর. হাওলাদার জুট মিলে হানাদার ক্যাম্প স্থাপন করে অসংখ্য মানুষকে হত্যা করে গণকবর দেয়। এরপর শহর ছেড়ে পাকবাহিনী চলে যাবার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দারে মুক্তিযোদ্ধারা ব্রিজ ভেঙে দিয়ে রাস্তা বন্ধ করে চারদিক থেকে আক্রমণ শুরু করে। ৩ দিন ও ২ রাত সম্মুখযুদ্ধের পর ১০ ডিসেম্বর মাদারীপুর হানাদারমুক্ত হয়। পাকবাহিনীদের সাথে সম্মুখ যুদ্ধে জেলার কনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা অষ্টম শ্রেণির ছাত্র সরোয়ার হোসেন বাচ্চু নিহত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!