• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বলগেটের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে, আটক ২


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২২, ২০১৮, ০৩:২২ পিএম
বলগেটের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে, আটক ২

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : জেলার রাজাপুরের গালুয়া-সাতুরিয়া এ দুই ইউনিয়নের সংযোগ সড়কের চাড়াখালি বাজার সংলগ্ন পোনা নদীর ওপরের একমাত্র ঢালাই আয়রণ ব্রিজটি সোমবার (২২ অক্টোবর) ভোররাতে বালু ভর্তি একটি বলগেটের ধাক্কায় ভেঙ্গে খালে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ এ ঘটনায় সুকানী ও মিস্ত্রীসহ বলগেটটি আটক করেছে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়েছে গালুয়া ও সাতুরিয়া ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ। অপরদিকে ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ওই খাল দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া ব্রিজ ভেঙ্গে পড়ায় ব্রিজের দুই প্রান্তের রোগী, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। উপজেলার ১০৭ নং মধ্য চাড়াখালি সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ খান জানান, ভোর রাতে বালু ভর্তি এ বলগেটের ধাক্কায় জনগুরুত্বপূর্ণ ব্রিজটির মাঝ বরাবরে ভেঙ্গে খালের মধ্যে পড়েছে। সাতুরিয়া, গালুয়া এ দুই ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কের এ ব্রিজটি ভেঙ্গে পড়ায় ১০৭নং মধ্য চাড়াখালি সরকারি প্রাথামিক বিদ্যালয়, চাড়াখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭নং চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীর স্কুলে যাওয়া-আসায় চরম বিঘ্ন ঘটেছে। কোমলমতি অনেক শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া আশপাশের প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থায় চরম দুর্ভোগ দেয়া দিয়েছে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, এ ঘটনায় ভান্ডারিয়ার নজরুল ইসলামের মালিকানাধীন হিযরত-১ নামের বলগেট, পাথারঘাটার কালমেগা গ্রামের মজিদ খানের ছেলে বলগেটের সুকানি হাসান খান (৩০) ও ভান্ডারিয়ার উত্তর গৌরীপুর গ্রামের মফিজুদ্দিন হাওলাদারের ছেলে বলগেটের মিস্ত্রী সাইমুন হাওলাদার (২৩) কে আটক করা হয়েছে। বলগেটের সুকানির ভুলে এ দুর্ঘটনাটি ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলজিইডির রাজাপুর উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, প্রায় ১৫ বছর পূর্বে ১০ লাখ টাকা ব্যয়ে চাড়াখালি গ্রামের পোনা নদীর ওপরে আরডিপি প্রকল্প-১৯ এর আওতায় এলজিইডির তত্ত্বাবধানে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ভেঙ্গে যাওয়া ব্রিজটি জনস্বার্থে জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবহিত করা হবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!