• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি মারা গেছেন


বিনোদন ডেস্ক জুলাই ১৭, ২০১৮, ০২:০৪ পিএম
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি মারা গেছেন

অভিনেত্রী রীতা ভাদুড়ি

ঢাকা: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সোমবার (১৬ জুলাই) রাত দেড়টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের ভিলে পার্লের সুজয় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

রীতা ভাদুড়ির মৃত্যুর খবর সর্বপ্রথম জানান অভিনেতা শিশির শর্মা। তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান, ‘দুঃখের খবর, রীতা ভাদুড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। একজন অসাধারণ মানুষকে হারালাম। এই ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একজন মা ছিলেন রীতা দেবী। মাকে আমরা খুব মিস করব।’

‘সাওয়ান কো আনে দো’, ‘রাজা’সহ বলিউডের একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন রিতা। ‘রাজা’-তে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি।

এছাড়াও ছোট বড় মিলিয়ে বলিউডের প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেছেন রীতা ভাদুড়ি।

সিনেমা জগতের পাশাপাশি টেলিভিশন জগতেও সমান জনপ্রিয় ছিলেন রিতা ভাদুড়ি। ৩০টিরও বেশি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নিমকি মুখিয়া’নামে সম্প্রতি একটি টেলিভিশন শোতে ঠাম্মার চরিত্রেও অভিনয় করছিলেন রীতা। জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুতে অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!