• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বসন্ত ছুঁয়েছে সংসদকেও


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ১০:২৭ পিএম
বসন্ত ছুঁয়েছে সংসদকেও

বাসন্তি শাড়ি পরে সংসদে নারী সদস্যরা

ঢাকা: ষড়ঋতুর এই দেশে ঋতুরাজ বসন্ত দোলা দিয়ে গেলে জাতীয় সংসদেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্যদের অনেকে বাসন্তী রঙের পোশাক পরে বর্ণিল সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। তারা বাসন্তি বেশে বসন্তকে স্বাগত জানিয়েছেন।

সোমবার সংসদে পুরুষ সদস্যদের মধ্যে বসন্তের প্রভাব তেমন না দেখা গেলেও নারী সদস্যদের মধ্যে বেশ প্রভাব দেখা গেছে। বাসন্তি শাড়ি পড়ে অধিবেশন পরিচালনা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর পর সন্ধ্যায় বাসন্তি শাড়ি পরে সংসদ প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসন্তি শাড়ি পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী

সন্ধ্যার পর অধিবেশন কক্ষে গিয়ে দেখা যায়, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ দু-চারজন বাদে উপস্থিত প্রায় সব নারী সদস্যকে বাসন্তী শাড়িতে দেখা গেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পরেছিলেন হালকা বাসন্তী রঙের শাড়ি। জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীও পরেছিলেন হলুদ শাড়ি।

অধিবেশন কক্ষে হলুদ পাঞ্জাবি পরা অবস্থায় দেখা গেছে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সদস্য নুরুন্নবী চৌধুরী, জাহিদ আহসান রাসেল ও ফাহমী গোলন্দাজকে।

সংসদ সদস্য ছাড়াও কর্মচারীরাও বাসন্তি পোশাক পরেছিলো। পুরো সচিবালয়ের প্রায় সব দপ্তরেই অধিকাংশ নারী কর্মীদের পরনে ছিলো হলুদ বসন। সংসদ সচিবালয়ের কর্মচারী মাহমুদুল হাসান শাওন বলেন, ‘বসন্তের আগমনে সবাই একটু নতুন পোশাকে অফিস করছি। অফিসে সহকর্মীরা মিলে মিষ্টিও খেয়েছি।’

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School

আরও পড়ুন