• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বহুতল ভবনে কাঁচের রাস্তা


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৭, ২০১৬, ১০:৩৪ এএম
বহুতল ভবনে কাঁচের রাস্তা

হাজার ফুট উপরের বহুতল ভবন। এত উঁচু থেকে নিচের দিকে তাকালে মাথায় চক্কর দিতে পারে যে কারও। এই উঁচু ভবনের বাইরে কাঁচ দিয়ে নির্মিত হয়েছে সরাসরি নিচের তলায় যাওয়ার বাইপাস রাস্তা। শনিবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের এ ভয়ানক বাইপাস রাস্তাটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। খবর: বিবিসি।

ইউএস ব্যাংক টাওয়ার নামে বহুতল ভবনটির ৭১ তলা থেকে ৭০ তলায় যাওয়ার জন্য কাঁচের রাস্তা তৈরি করা হয়েছে। ১ হাজার ফুট উপরের কাঁচের রাস্তাটি দিয়ে নামার সময় মাটিতে পড়ে যাওয়ার অনুভূতি হবে। মাত্র ১ ইঞ্চি পুরু কাঁচের তৈরি হলেও কর্তৃপক্ষের দাবি এটি হ্যারিকেনের মতো শক্তিশালী ঝড় মোকাবেলাসহ ভূমিকম্প সহনীয়। আর এই ভয়ানক রাস্তায় প্রতিবার চলাচলে গুনতে হবে জনপ্রতি ২৫ মার্কিন ডলার। এ রাস্তা দিয়ে নেমে আসা কেডি ফ্রিম্যান বলেন, ‘আমি মনে করি এটা শ্বাসরুদ্ধকর, ভয়ানক এবং রোমাঞ্চকর।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!