• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া সময়ের দাবি: সেতুমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১২:৫৭ পিএম
বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া সময়ের দাবি: সেতুমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া সময়ের দাবি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।

এসময় বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বে ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এখন বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া সময়ের দাবি। আজ যে কোনো উপায়ে জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষার করার দাবি তুলে ধরা আমাদের অঙ্গীকার হওয়া উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক  ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!