• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কেন প্যারালিম্পিকসে নেই?


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০১৬, ১২:১১ পিএম
বাংলাদেশ কেন প্যারালিম্পিকসে নেই?

স্পেশাল অলিম্পিকস এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য আয়োজিত ক্রিকেটে ভালো করছে বাংলাদেশের খেলোয়াড়েরা। কিন্তু তা সত্ত্বেও কেন বাংলাদেশ খেলছে না প্যারালিম্পিকসে? কর্মকর্তারা বলছেন, মূলত আমলাতান্ত্রিকতার কারণেই প্যারালিম্পিকসে অংশ নিতে পারছে না বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় প্যারালিম্পিকস কমিটির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ মাকসুদুর রহমান বলছেন, প্রতিযোগিতার এই আসরে বাংলাদেশের না থাকার মূল কারণ, ২০১২ সাল থেকে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি বাংলাদেশের সদস্যপদ স্থগিত করে রেখেছে।
এখন সেটি প্রত্যাহারের জন্য চেষ্টা চলছে।

এছাড়া জাতীয় প্যারালিম্পিকস কমিটির সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের এ্যাফিলিয়েশন ছিল না, মন্ত্রণালয়েরও অনুমোদন ছিল না। কিন্তু এখন সেটি হয়েছে।

এছাড়া আমলাতান্ত্রিকতার কারণে প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবার কাজটিও সেভাবে হচ্ছে না। রিওতে প্যারালিম্পিকস শেষ হচ্ছে আজ। মারাকানা স্টেডিয়ামে হবে সমাপনি অনুষ্ঠান।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!