• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়াবে বললেন সৌরভ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৩:০৫ পিএম
বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়াবে বললেন সৌরভ

ঢাকা : এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এর পরের দুটি ম্যাচে ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে দুটি পরাজয় ছিল হতাশাজনক। আফগানদের বিপক্ষে ১৪৬ রানের হার বাংলাদেশের জন্য বড় ক্ষতের সৃষ্টি করেছে। পরের ম্যাচে ভারতের কাছেও হার মানতে হয়েছে বাজেভাবে। অবশ্য সুপার ফোরে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে সুপার ফোরে টিকে রয়েছে বাংলাদেশ। বুধবার অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচে যারা জিতবে তারাই খেলবে ফাইনাল।

এশিয়া কাপে এক শ্রীলঙ্কা ম্যাচ ছাড়া বাংলাদেশের পারফরম্যান্স হতাশার। ভারতের সঙ্গে সামর্থ্যের সবটুকু প্রয়োগ হয়নি। আফগানদের কাছে হারটাও বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছিল। যদিও সুপার ফোরে সেই আফগানদের হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন, বাংলাদেশের ফর্মহীনতা সাময়িক। তারা ঠিকই ঘুরে দাঁড়াবে।

পুনেতে গতকাল একটি বিশ্ববিদ্যালয়ে নিজের প্রকাশিত বই ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’-এর প্রচার উপলক্ষে আয়োজিত এক আলোচনায়  এ কথা বলেন সৌরভ। এশিয়া কাপ ছাড়া ক্রিকেটীয় আরও অনেক বিষয় নিয়েই তিনি কথা বলেন। সৌরভ বাংলাদেশকে আশ্বস্ত করে জানিয়েছেন,‘ আমার কাছে ব্যাপারটা খুবই সাময়িক। একটা খারাপ সময় এসেছে। শিগগিরই তারা ভালো খেলবে। নিজেদের ফিরে পারে। দল হিসেবে তারা তো খারাপ নয়।’

ক্রিকেটে কোচের ভুমিকা নিয়েও কথা বলেছেন সৌরভ। তিনি মনে করেন, ক্রিকেট আর ফুটবলের কোচ এক নয়,‘ ফুটবলের সঙ্গে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। ক্রিকেটে কোচের ভূমিকা অন্য রকম। এখানে তাঁকে পেছন থেকে খেলোয়াড় ব্যবস্থাপনার দায়িত্বটা নিতে হবে। ক্রিকেটে অধিনায়কের ভূমিকাই মুখ্য।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!