• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ তায়কোয়নদো দল নেপাল যাচ্ছে বৃহস্পতিবার


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১১, ২০১৮, ০৩:১০ পিএম
বাংলাদেশ তায়কোয়নদো দল নেপাল যাচ্ছে বৃহস্পতিবার

ঢাকা: নেপালের রাজধানী কাঠমুন্ডুতে বসতে যাচ্ছে ষষ্ঠ সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতা। ১৩ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সাত সদস্যের বাংলাদেশ তায়কোয়নদো দল। বৃহস্পতিবার (১২ জুলাই) নেপালের উদ্দেশে দেশ ছাড়ছে তারা। টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।

প্রতিযোগিতায় বাংলাদেশসহ আটটি দল অংশ নিবে। তাদের মধ্যে রয়েছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতা বাংলাদেশ তায়কোয়নদো দল সিনিয়র ওজন শ্রেণিতে অংশ নিবে।

নেপালগামী ৭ সদস্যের বাংলাদেশ দলে ৫ জন খেলোয়াড়, ১ কোচ কোচ ও ১ জন ম্যানেজার আছেন। ষষ্ঠ সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় অংশ নিতে ১২ জুলাই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ১৭ জুলাই দেশে ফিরে আসবে।

সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় এর আগেও অংশ নিয়েছে বাংলাদেশ। পেয়েছে পদকও। এই প্রতিযোগিতার দ্বিতীয় আসরে অংশ নিয়ে বাংলাদেশ ছয়টি স্বর্ণ পদক পেয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!