• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ইডি হলেন আজিজুর রহমান


জ্যেষ্ঠ প্রতিবেদক জানুয়ারি ২, ২০১৮, ০৯:৪৬ পিএম
বাংলাদেশ ব্যাংকের ইডি হলেন আজিজুর রহমান

ঢাকা: মহাব্যবস্থাপক(জিএম) পদ থেকে নির্বাহী পরিচালক(ইডি) পদে পদোন্নতি পেলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মো. আজিজুর রহমান। তিনি সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জিএম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি তাকে পদোন্নতি দেয়া হয়েছে বলে মঙ্গলবার(২ জানুয়ারি) জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির তত্বাবধানে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে  ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও ডিপার্টমেন্ট অব ব্যাংকিং ইন্সপেকশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সংযুক্ত আরব আমিরাত, শ্রীলংকা, ফিলিপাইন, সিংগাপুর, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও রাশিয়া ভ্রমণ করেছেন। আজিজুর রহমান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পয়ারকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সোনালীনিউজ/তালেব

Wordbridge School
Link copied!