• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত টেস্টকে ‘ঐতিহাসিক’ বললেন কোহলি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৫:৩৩ পিএম
বাংলাদেশ-ভারত টেস্টকে ‘ঐতিহাসিক’ বললেন কোহলি

ঢাকা: ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মুশফিকুর রহীমকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনি বাংলাদেশ-ভারত টেস্টকে ঐতিহাসিক মনে করেন কি না? জবাবে মুশফিকের উত্তর ছিল এরকম, ‘ ‘এতিহাসিক’ শুনলে আমি অবাকই হই। এটা আমার কাছে আর দশটা ম্যাচের মতই।’ কিন্তু  ভারত অধিনায়ক বিরাট কোহলি বলছেন ভিন্ন কথা। তার কাছে মনে হচ্ছে, এটা দুই প্রতিবেশী দেশের কাছে ঐতিহাসিক মুহূর্তই।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাংবাদিক সভায় এসে কোহলি বলেন,‘ আমরা বাংলাদেশে অনেকবারই খেলতে গিয়েছি। বাংলাদেশ ভারতে খুব বেশি আসেনি। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তো নয়ই।  কাজেই এটি আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্তই।’

১৭ বছর পর বাংলাদেশ ভারতের মাটিতে গেছে টেস্ট খেলতে। কোহলি মনে করেন, ভবিষ্যতে নিয়মিতই এখানে আসবে বাংলাদেশ,‘ আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভারতের মাটিতে খেলতে আসবে। এখানে বাংলাদেশের খেলতে আসাটাও দারুন  হবে। ভারত অবশ্যই ক্রিকেটের জন্য সুন্দর এক জায়গা। আমার ধারণা, বাংলাদেশ দল এই সফরটা উপভোগই করবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!