• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে শ্রীলঙ্কায়


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০১৭, ০৬:৫৩ পিএম
বাংলাদেশ-ভারত ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে শ্রীলঙ্কায়

ঢাকা: এবছর বাংলাদেশ দল দম ফেলার সময় পাচ্ছে না। একের পর এক তাদের সিরিজ খেলতে হচ্ছে। বর্তমানে শ্রীলঙ্কার মাটিতেই টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সেখানে থাকতেই আরেকটি সুখবর পেল মুশফিকরা। আগামী বছরের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে তিন জাতির টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ও ভারত।

বুধবার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমিথাপালা এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন,‘ আগামী বছর আমরা একটা তিন জাতি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। সেখানে শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ ও ভারত। ১৫ থেকে ৩১ মার্চের মধ্যে হবে এই টুর্নামেন্ট।’

এ বছর আরও একটি তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। এটি হবে আয়ারল্যান্ডে মে মাসে। সেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে কোন ফাইনাল ম্যাচ থাকছে না।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!