• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত ফাইনালের প্রথমার্ধে গোল নেই


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৮, ০৮:২৫ পিএম
বাংলাদেশ-ভারত ফাইনালের প্রথমার্ধে গোল নেই

ফাইল ছবি

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (১৮ জুলাই) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের প্রথমার্ধে গোলে দেখা পায়নি কোনও দলই। এই মুহুর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে।  

পাকিস্তানকে ১৪-০ গোলে বির্ধ্বস্ত করে উড়ন্ত সূচনার পর নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শেষ চারের লড়াইয়ে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মারিয়া-তহুরারা।

ফাইনালেও শক্তিশালী ভারতের সঙ্গে সমানতালেই লড়েছে বাংলাদেশের মেয়েরা। অবশ্য কয়েকবার ভারতের রক্ষণে হানা দিলেও গোল পায়নি মারিয়া-তহুরারা। আগের তিন ম্যাচে দুর্দান্ত খেলা তহুরা শামসুন্নাহারদের পায়ে এখনও সেই ঝলকের দেখা মেলেনি।

গত বছরের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ছোটন কন্যারা। ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লাল সবুজের জার্সিধারীরা। বছর না ঘুরতেই আবারও দক্ষিণ এশিয়ার বয়স ভিত্তিক নারী ফুটবলের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!