• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখা যাবে যে চ্যানেলে


ক্রীড়া ডেস্ক মে ৩০, ২০১৭, ০৩:১৭ পিএম
বাংলাদেশ-ভারত ম্যাচ দেখা যাবে যে চ্যানেলে

ঢাকা: বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচটি দেখা যায়নি কোনো টিভি চ্যানেলে। ফলে তামিম ইকবালের দুরন্ত সেঞ্চুরি না দেখতে পাওয়ায় হতাশ তার ভক্তরা। মঙ্গলবার (৩০ মে) শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। আজ অবশ্য হতাশ হতে হচ্ছে না দর্শকদের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে অন্তত তিনটি টেলিভিশন চ্যানেল।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে খেলাটি সরাসরি দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস চ্যানেলে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার এইচডি ওয়ান, স্টার এইচডি থ্রি ছাড়াও বাংলাদেশের গাজী টিভি ও মাছরাঙ্গা টিভি দেখাবে ম্যাচটি।

প্রথম প্রস্তুতি ম্যাচে শেষ দিকে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অন্যদিকে প্রথম অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা ভারত চাইবে জয়ের ধারা বজায় রাখতে। আগামী ১ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!