• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে থামালো ইংল্যান্ড


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০১৭, ০৭:১০ পিএম
বাংলাদেশকে থামালো ইংল্যান্ড

ঢাকা: দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জয়রথ থামিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে টানা ৫ ম্যাচে জয়ের পর হারের স্বাদ পেলো তানজিলুর রহমানের দল।

রোববার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে এসে ইংলিশদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে, ২ ওভার হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড দল।  ইংলিশদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামা আবদুল মালেক ২৬ বলে ৯টি চারের সাহায্যে ৫১ রান করেছেন।

এছাড়াও আরেক ওপেনার মোহসিনের ব্যাট থেকে আসে ২৬ রান। তিন নম্বরে নেমে অধিনায়ক তানজিলুর রহমান করেন ৫৬ রান। বাংলাদেশের হয়ে ২২ বলে ৩৯ রান করেন আবদুল্লাহ জবির। এছাড়াও ১৯ রানে অপরাজিত থাকেন আরিফ উল্লাহ।

২১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনিং ব্যাটসম্যান ম্যাথিউ জেমস খেলেন ৫৪ রানের এক অনবদ্য ইনিংস। আরেক ওপেনার অ্যাডওয়ার্ড জেমসের ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর তিন নম্বরে নামা পিটারও খেলেন ৬৮ রানের এক দুর্দান্ত ইনিংস।

এই তিন ব্যাটসম্যানের ব্যাটেই শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পায় ইংলিশরা। উল্লেখ্য ১০ দলের এই বিশ্বকাপে পয়েন্ট তালিকার সেরা চারটি দল সুযোগ পাবে সেমিফাইনালে খেলার। এরপরের ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার।

এর আগে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিলো টিম বাংলাদেশ। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং শনিবার অস্ট্রেলিয়াকে ৯ রানে হারায় তারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!