• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন শাকিল


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১১, ২০১৮, ১০:৩০ এএম
বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন শাকিল

ঢাকা: কমনওয়েলথ গেমসে বাংলাদেশের নামের পাশে যোগ হল আরেকটি পদক। চলতি আসরের অষ্টম দিনে রৌপ্যপদক জিতে দেশকে গৌরবে ভাসালেন শাকিল আহমেদ। ৫০ মিটার এয়ার রাইফেলে পদকটি জিতেছেন এ শুটার।

এ নিয়ে দুটি পদক বগলদাবা করল বাংলাদেশ। অবশ্য দুটিই রৌপ্য। এ রৌপ্য জয়ে পদক তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৪তম। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে এবারের আসরে অংশ নিচ্ছে ৭১ দেশ।

২০১৩ সালে সেনাবাহিনীতে যোগ দেন শাকিল। ২০১৪ সালে শুটিং ক্যারিয়ারে পথচলা শুরু তার। মূলত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। চলমান আসরে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে ১৫০ দশমিক ১ স্কোর করে ষষ্ঠ হন এ সৈনিক।

তবে ৫০ মিটার এয়ার রাইফেলে যে কম যান না, পদক জিতে যেন তারই প্রমাণ দিলেন শাকিল।

এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জেতে দেশবাসীকে আনন্দের জোয়ারে ভাসান দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!