• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে নিয়ে আশাবাদী মাইক হাসি


ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০১৭, ০২:৫০ পিএম
বাংলাদেশকে নিয়ে আশাবাদী মাইক হাসি

ঢাকা : ২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ ওয়ানডে দলের চেহারাটাই বদলে গেছে। ক্রিকেটবিশ্বের বাঘা বাঘা দলকে হারিয়ে নিজেদের ক্ষমতার জানান দিয়েছেন মাশরাফি মুর্তজারা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েই প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ। কুমার সাঙ্গাকারা, মাইক হাসির মতো ক্রিকেটবোদ্ধারাও তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে আশাবাদী।

এদিকে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি বলেছেন, যোগ্য দল হিসেবেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় ১১ বছর পর খেলছে মাশরাফিরা। প্রথম আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে সুযোগ পায় তারা।

বাংলাদেশ দল সম্পর্কে হাসি বলেন, দলটা দেখেই বিশ্বাস জেগেছিল। দলে মূল ক্রিকেটাররা সবাই অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। এই অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে চাপের মধ্যে অভিজ্ঞতা খুব কাজে লাগে। দলটা ক্রমশ উন্নতি করছে, আত্মবিশ্বাসও ছিল। আর যদি ওরকম একজন কোচ থাকে (হাথুরুসিংহে), তাহলে তো কথাই নেই! সব মিলিয়েই বলেছিলাম…।

নিউজিল্যান্ডের সঙ্গে সাকিব আল-হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দেখে মুগ্ধ হাসি বলেন, দুজনই দুর্দান্ত ব্যাট করেছে। চাপের মধ্যে এর চেয়ে ভালো ব্যাটিং আর হয় না। অভিজ্ঞতার কথা বলছিলাম। ওদের দুইজনের অভিজ্ঞতা এখানেই কাজে লেগেছে। অসাধারণ ব্যাটিং করেছে তারা।

অস্ট্রেলিয়া হেরেছে বলে হতাশ হলেও, বাংলাদেশকে যোগ্য সম্মান দিতে ভুলেননি হাসি। তিনি বলেন, অবশ্যই অস্ট্রেলিয়া হেরেছে বলে হতাশ। তবে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে যোগ্য হিসেবেই উঠেছে সেমিতে। আশা করি সেমি-ফাইনালেও দারুণ খেলবে ওরা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!