• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে নিয়ে যা বললেন শাস্ত্রী


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০২:৪৯ পিএম
বাংলাদেশকে নিয়ে যা বললেন শাস্ত্রী

ঢাকা: ২০০০ সালের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। তারপর কেটে গেছে ১৭ বছর। এই সুদীর্ঘ সময়ে বাংলাদেশের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারেনি। ওয়ানডে ক্রিকেটে বর্তমানে একটা অবস্থা তৈরি হলেও টেস্ট ক্রিকেটের ভিত এখনও শক্ত হয়নি। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী সেই বাস্তবতা আবার টেনে এনে বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে একটু খোটাই দিলেন। তিনি মনে করেন, হায়দরাবাদ টেস্ট থেকে বাংলাদেশ শুধু অভিজ্ঞতাই অর্জন করতে পারে। 

কেন শাস্ত্রীর এমনটা মনে হল তার স্বপক্ষেও তিনি যুক্তি দেখিয়েছেন,‘ টেস্টে বাংলাদেশের সমস্যা হল তারা এখানে একটি দুটি সেশনে হয়ত ভালো করতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে দুই  তিন দিন ভালো করে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তারের পর ম্যাচ জেতার সামর্থ্যর অভাব রয়েছে  তাদের। হয়দরাবাদে এটিরই পরীক্ষা হবে। এই টেস্ট থেকে তারা যা পেতে পারে সেটা হচ্ছে ভালো অভিজ্ঞতা।’

সীমিত ওভারের ক্রিকেটে গত কয়েক বছর ধরে দারুন ধারাবাহিক বাংলাদেশ। কেন এই ফরম্যাটে বাংলাদেশ ভালো করছে তারও ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রী,‘ বাংলাদেশী ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। সীমিত ওভারের ক্রিকেটে তারা ভালো করছে কারণ এখানে খুব বেশি সময় ধরে মনোযোগ ধরে রাখতে হয় না। টেস্টে তাদের এই জায়গাটিতেই ঘাটতি।’

র‌্যাংকিংয়ে বাংলাদেশ-ভারতের যোজন যোজন পার্থক্য থাকলেও শাস্ত্রী ভারতকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন। তার ভাষায়,‘ সীতিম ওভারের ক্রিকেটে বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করছে। টেস্টে এখনও তাদের শেখার অনেক কিছু থাকলেও বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নেই।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!