• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে হতাশ করলেন শুটার আতকিয়া ও অর্নব


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৯, ২০১৮, ০৪:৫২ পিএম
বাংলাদেশকে হতাশ করলেন শুটার আতকিয়া ও অর্নব

ফাইল ছবি

ঢাকা: এশিয়ান গেমসের যে কয়টি ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের আশা করা হয়েছিল তার মধ্যে শুটিং অন্যতম। কিন্তু ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলীয় ইভেন্টে হতাশ করেছে বাংলাদেশের দুই শুটার আতকিয়া হাসান ও অর্নব শারার।

পালেমবাংয়ের জাকাবারিং স্পোর্টস সেন্টারের শুটিং রেঞ্জে পদক নিষ্পত্তির প্রথম ইভেন্টে আতকিয়া হাসান ৪০৫.০ ও অর্নব শারার করেছেন ৪০৯.৯ স্কোর। সর্বমোট ৮১৪.৯ স্কোর করে বাংলাদেশের স্থান হয়েছে পদক তালিকায় ১৩তম।

এই ইভেন্টে তাইওয়ানের টিন এজার লিন ইংশিন ও লু শাওচুয়ান সর্বমোট ৪৯৪.১ স্কোর গড়ে চাইনিজ জুটিকে পরাস্ত করে স্বর্ণ পদক জয় করেন। ১৯ বছর বয়সী লিন ও ২১ বছর বয়সী লুয়ের করা এই স্কোরটি নতুন গেমস রেকর্ড গড়েছে। অন্যদিকে ২০ বছর বয়সী রুঝু ঝাও ২২ বছর বয়সী হাওরান ইয়াং জুটি ৪০২.৫ স্কোর গড়ে রৌপ্য পদক জয় করেছেন। ভারতীয় জুটি অপূর্বী চানডেলা ও রবি কুমার মিলে ৪২৯.৯ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক লাভ করেছেন।

১৯৮২ সালে প্রথমবারের মত এশিয়ান গেমস প্রবর্তনের পর থেকে চায়না সব আসরেই পদক তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!