• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ


লালমনিরহাট প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০১৮, ০৯:৪৭ পিএম
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ফটো

লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে অবৈধভাবে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪১ নং মেইন পিলারের ১ নম্বর সাবপিলারের নিকট থেকে ওই যুবককে ধরে নিয়ে যায়।

ওই যুবকের নাম মোফাজ্জল হোসেন (৩০)। তিনি উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী গ্রামের হানিফ মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে মোফাজ্জল বুড়িমারী সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

রংপুর বিজিবি-৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বলেন, ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!