• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


লালমনিরহাট প্রতিনিধি এপ্রিল ২২, ২০১৭, ০১:০৫ পিএম
বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে আব্দুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী গরু আনতে গেলে ধাওয়া করে রহিমকে আটক করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আব্দুর রহিম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানান, শনিবার ভোরে উপজেলার বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৪২-এর ৫ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্তের কাছে আব্দুর রহিমসহ ১০/১২ জন গরু ব্যবসায়ী ভারতের ওপারে গরু আনতে গেলে ভারতীয় ৬১ চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ধরা পড়েন আব্দুর রহিম। সকাল ৯টায় বিজিবি পতাকা বৈঠকের আহবান করলেও বিএসএফ সাড়া না দিয়ে রহিমকে ভারতীয় পুলিশের নিকট সোপর্দ করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!