• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আশ্রয় নিয়েছে ২১ হাজার রোহিঙ্গা


ডেস্ক রিপোর্ট ডিসেম্বর ৬, ২০১৬, ১১:১৪ এএম
বাংলাদেশে আশ্রয় নিয়েছে ২১ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সেনা অভিযান। জাতিগত দাঙ্গা রূপ নিয়েছে এখন গণহত্যায়। আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়া হচ্ছে রোহিঙ্গাদের ঘরবাড়ি, ফসলের খেত, এমনকি জীবন্ত মানুষও।

এ অবস্থায় বাংলাদেশে বেড়ে গেছে আশঙ্কাজনক হারে রোহিঙ্গা অনুপ্রবেশ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

সংস্থাটি বলছে, এ পর্যন্ত ২১ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই প্রবেশ করেছে দশ হাজার রোহিঙ্গা। কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছে বলে জানিয়েছে সংস্থাটি। আশ্রিতদের মানবিক সেবা দিচ্ছে আইওএম।

৯ অক্টোবর একটি পুলিশ ফাঁড়িতে হামলার জেরে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, মিয়ানমারের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে ৪২৮ জন। ধর্ষিত হয়েছে দুইশো'র বেশি নারী। গৃহহীন হয়েছে কমপক্ষে ৩৫ হাজার মানুষ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!