• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬৫ হাজার রোহিঙ্গা


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১০, ২০১৭, ১২:১৩ পিএম
বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬৫ হাজার রোহিঙ্গা

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানরা এ পর্যন্ত অন্তত ৬৫ হাজার বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে রাখাইনে রোহিঙ্গদের জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্যকরাকে মানবতাবিরোধী অপরাধ বলে অখ্যায়িত করা হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলো বিষয়টি নিয়ে সোচ্চার রয়েছে। তবে মিয়ানমার সরকার বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছে। এদিকে জাতিসংঘের বিশেষ দূত হয়ে আসা ইয়াঘি লিকে রাখাইন রাজ্যের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়েছে। তবে তার পরিদর্শন এলাকা ছিল সেনাবাহিনী নিয়ন্ত্রিত। 


এরই মধ্যে গত সপ্তাহে জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, ২২ হাজার নতুন রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দফতর জানায়, ৫ জানুয়ারি পর্যন্ত ৬৫ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কক্সবাজার এলাকার নিবন্ধিত ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

গত তিন মাস আগে মিয়ানমার সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার পুলিশ রাখাইন রাজ্যে অভিযান শুরুর পর থেকে বাংলাদেশ সীমানায় রোহিঙ্গাদের ঢল নামে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!