• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে আসছেন ডেভিড ক্যামেরন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০১৭, ০৭:৩৪ পিএম
বাংলাদেশে আসছেন ডেভিড ক্যামেরন

ঢাকা: এক ব্যক্তিগত সফরে ঢাকা আসছেন ব্রিটেনের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামী ২৫ এপ্রিল তার ঢাকা আসার কথা রয়েছে। চার দিনের সফরে তিনি বাংলাদেশের একটি এনজিওর উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ব্যক্তিগত সফর হলেও ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করার কথা রয়েছে তার।

গত বছর ব্রেক্সিট গণভোটের আগে জাপানে জি-৭ আউটরিচ প্রোগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডেভিড ক্যামেরনের বৈঠক হয়। ওই বৈঠকে ব্রেক্সিটের বিপে বাংলাদেশের অবস্থানের কথা জানিয়ে দেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের উল্লেখযোগ্য একটি অংশ ব্রেক্সিট সমর্থন করায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটে ইইউ ত্যাগের পক্ষে রায় দেন। ওই গণভোটে ইইউর সঙ্গে থেকে যাওয়ার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন ক্যামেরন। ওই ভোটের ফলাফল বিপক্ষে যাওয়ায় তিনি নৈতিক পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে তার স্থলাভিষিক্ত হন থেরেসা মে। 

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!