• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের কাছে হারটা আজও ভুলতে পারেননি শচীন


ক্রীড়া ডেস্ক মার্চ ২৪, ২০১৭, ০৩:০১ পিএম
বাংলাদেশের কাছে হারটা আজও ভুলতে পারেননি শচীন

ঢাকা : ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ হয়তো ভারতের জন্য দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। সেবার বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। সেই দুটি হারে হতাশ হয়ে পড়েছিলেন দলের ক্রিকেটাররা। এক দশক পরও সেই দুঃসহ স্মৃতি মনে পড়লে বিষাদে ভরে ওঠে টেন্ডুলকারের মন।

কদিন আগে ভারতীয় পত্রিকা মিড-ডে কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘হারের পরও (টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর) আমরা দুদিন ওয়েস্ট ইন্ডিজে ছিলাম। এই দুদিন হোটেল রুম থেকে বের হইনি। কোনো কিছুই করার আগ্রহ ছিল না। এটা এমনই হতাশার ঘটনা ওই দুই দিন কিছুতেই মন বসাতে পারিনি। এটা ভুলে পরের কোনো টুর্নামেন্টে মনোযোগ দেওয়া ভীষণ কঠিনই ছিল।’

১৭ মার্চ পোর্ট অব স্পেনে বাংলাদেশের কাছে ৫ উইকেট হারটা বিরাট ধাক্কা দেয় ভারতকে। নিজেদের পরের ম্যাচে দুর্বল বারমুডার বিপক্ষে বড় জয় পেলেও ২৩ মার্চ শ্রীলঙ্কার কাছে ৬৯ রানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় ভারতের। ১০ বছর আগের সেই তিক্ত অভিজ্ঞতা টেন্ডুলকার আজও ভুলতে পারেন না, ‘২০০৭ বিশ্বকাপ আমাদের খুব বাজে গেছে। বাংলাদেশের কাছে প্রথম ধাক্কা, পরে হারলাম শ্রীলঙ্কার কাছে। কখনো ভাবতেও পারিনি বাংলাদেশের কাছে হারব। আমরা অতি আত্মবিশ্বাসী ছিলাম না। তবে এটা তো প্রত্যাশা করতেই পারেন ভারত বাংলাদেশকে হারাবে। ক্রিকেট যে অনিশ্চয়তার কথা বলা হয়, এটা ছিল তারই একটি।’

এমন বাজে অভিজ্ঞতার পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন শচীন। তাকে এ ব্যাপারে সাহায্য করেছেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস, ‘স্যার ভিভ রিচার্ডসের ফোন এলো। তিনি আমার সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বললেন। ক্রিকেটের উত্থান-পতন সম্পর্কে জানালেন। তিনি বললেন, ক্রিকেটে এখনও আমার অনেক কিছু দেয়ার আছে।’

এরপর শচীনের ইতিহাস সবারই জানা। পরেরবার ২০১১ বিশ্বকাপ জিতলেন। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ১০০ সেঞ্চুরি উদযাপন করলেন। ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই নিজের করে নেন। ওয়েবসাইট।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!