• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ফিনল্যান্ড পররাষ্ট্রমন্ত্রীর ভাবনা


নিউজ ডেস্ক জুন ২১, ২০১৭, ০৮:৫১ পিএম
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ফিনল্যান্ড পররাষ্ট্রমন্ত্রীর ভাবনা

ঢাকা: ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। এরপর থেকে দলটির নের্তাকর্মীদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ তো রয়েছেই।

আর এসব অভিযোগের খবর শুধু দেশের ভেতরেই সিমাবদ্ধ নেই। তা বুঝা গেল ফিনল্যান্ডের সাবেক সাতবারের পররাষ্ট্রমন্ত্রী এরকি তোমুইজার ভাবনা থেকেই। তিনিও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কিছুটা উদ্বেগের কথা তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এরকি তোমুইজা ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন-

কয়েকদিন পূর্বে ফিনল্যান্ডে কিছু বাংলাদেশি ভ্রমণ করতে এসে আমার সঙ্গে সাক্ষাত করেছিল। বাংলাদেশ সম্পর্কে তারা বেশ উদ্বেগজনক কথা বললো।

তারা জানালো- বিরোধী দল ও তাদের সমর্থক, সরকারের সমালোচনা করলেই তাদের জেলে পুরে ও হত্যা করা হচ্ছে। সমালোচনা করলেই লোকজনকে সরকার তুলে নিয়ে নির্যাতন চালাচ্ছে।

তিনি আরো লিখেছেন- মানবাধিকার লঙ্ঘন করছে সরকার নিজে। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নকে এ বিষয়ে জোড়ালো তৎপরতা চালানো উচিত।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!