• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০১৬, ০৭:১৪ পিএম
বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন

সোনালীনিউজ ডেস্ক

নৌবাহিনীকে আরো যুগোপযোগী করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে চাই। সেজন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা তা করবো। আমরা চাই বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।’

শনিবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সম্প্রতি সংগৃহিত সমুদ্র অভিযান, স্বাধীনতা এবং প্রত্যয় নামের তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

নৌবাহিনীর সদস্যদের দেশপ্রেম সাগরের মতো বিশাল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার বিশ্বাস সমুদ্রের অফুরান জলরাশি কর্মক্ষেত্র হওয়ায় এ বাহিনীর সদস্যদের দেশপ্রেমের গভীরতাও বেড়েছে।’

তিনি বলেন, ‘আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে সমুদ্র সম্পদের বিরাট ভূমিকা রয়েছে। যা আমাদের কাজে লাগাতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনটি নতুন জাহাজ সংযুক্ত হওয়ার ফলে নৌবাহিনী তাদের দায়িত্ব আরো বলিষ্ঠভাবে পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

ইতোমধ্যে নৌবাহিনীকে স্বাধীনতা পদকের জন্য মননোয়ন দেয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, দেশের জলসীমার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের জন্য এ বছর বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতা পদক পেতে যাচ্ছে।’ স্বাধীনতা পদকের জন্য মনোনীত হওয়ায় নৌবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীকে শক্তিশালী এবং যুগোপযোগী করতে সহযোগিতা করায় বন্ধুপ্রতীম দেশ যুক্তরাষ্ট্র ও চীনকে আন্তরিক ধন্যবাদ জানান।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!