• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ভারতকে চিন্তায় ফেলেছেন পাণ্ডিয়া


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৪:২৯ পিএম
বাংলাদেশের বিপক্ষে ভারতকে চিন্তায় ফেলেছেন পাণ্ডিয়া

ফাইল ছবি

ঢাকা: এশিয়া কাপে গত রাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হঠাৎ ইনজুরিতে পড়েন ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। তাই পাণ্ডিয়ার ইনজুরি নিয়ে চিন্তায় ছিলো ভারত। তবে সামাাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাণ্ডিয়া ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

 তারা জানায়, ‘পাণ্ডিয়া লোয়ার ব্যাক ইনজুরিতে পড়েছেন। তবে এই মূর্হুতে তিনি দাঁড়াতে পারছেন এবং চিকিৎসক দল তার বর্তমান অবস্থা জানিয়েছে। তাকে আরও পর্যবেক্ষণ করা হবে।’

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি শেষ করেই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন পাণ্ডিয়া।

এরপর তাকে কিছুক্ষণ মাঠে পরিচর্যা করা হয়। শ্বাস-প্রশ্বাস নিতে পারলেও, নড়াচড়া করতে পারছিলেন না তিনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইয়ে নিয়ে যাওয়া হয় পান্ডিয়াকে। ড্রেসিংরুমে নিবিড় পরিচর্যার পর উঠে দাঁড়ান পাণ্ডিয়ায়া। তবে এখনও ম্যাচ খেলার জন্য ফিট নন তিনি। তাকে আরও পর্যবেক্ষণে রাখা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাণ্ডিয়ার এই চোটের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দীপক চাহারের সঙ্গে যোগাযোগ করা হয়। রাজস্থানের এই মিডিয়াম পেসার নিজেই সংবাদমাধ্যমকে এ কথা জানান। পাণ্ডিয়ার বদলি হিসেবে এশিয়া কাপ খেলতে আরব-আমিরাতে উড়াল দেবেন দীপক চাহার।

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!